অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় জেলাটিতে কারও মৃত্যু হয়নি
টাঙ্গাইলে করোনাভাইরাসে আক্রান্তের হার কমা অব্যাহত রয়েছে। এর ফলে জেলার সার্বিক কোভিড পরিস্থিতির উন্নতি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ৮৩টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাস মাত্র ৪ জন আক্রান্ত হয়েছে। আক্রান্তের হার ৪.৮১%। শনিবার (৪ আগস্ট) সকাল পর্যন্ত জেলায় মোট ১৬,৪৭২ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলাটিতে কারও মৃত্যু হয়নি।
জেলা সিভিল সার্জন অফিস জানায়, গত ১ মাস ধরে আক্রান্তের হার অনেকাংশে কমেছে। গত ৭ দিন ধরে জেলায় আক্রান্তের শতকরা ৬ ভাগ থেকে ১৬ ভাগের মধ্যে রয়েছে। শনিবার আক্রান্তের হার ৪.৮১ ভাগ। এর ফলে এই প্রথম জেলায় একদিনে আক্রান্তের হার মাত্র শতকরা ৫ ভাগের নিচে আসে। শুক্রবার আক্রান্তের হার ছিলো ৬.৯১%। বৃহস্পতিবার ১০.৫৯ %, বুধবার ১২.২৬%। বর্তমানে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা অনেকটা কম।
সিভিল সার্জন অফিস সূত্র জানায়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছে ১১,৭৫৮ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৬ জন। বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছে ৪,৪৩৫ জন। এখন পর্যন্ত মোট ৩৭,৭১৩ জনকে কোয়ারেন্টাইনে আনা হয়। এর মধ্যে ৩২,৯৯১ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। জেলায় এখন পর্যন্ত ৭৭,৭৪০টি নমুনা পরীক্ষা করা হয়। জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্তের হার ২১.১৮%। গত বছরের ৮ এপ্রিল জেলায় প্রথম করোনাভাইরাসে রোগী শনাক্ত হয়। সদর উপজেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।
এ বিষয়ে সিভিল সার্জন আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান বলেন, “জেলায় করোনার সার্বিক পরিস্থিতি উন্নতি হচ্ছে।” এ ধারা যাতে ধরে রাখা যায়, সেক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
মতামত দিন