একই দিনে একই পরিবারের দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে
টাঙ্গাইলের সখীপুরে ভিমরুলের কামড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, উপজেলার বেলতলী গ্রামের জালাল উদ্দিনের ছেলে জুবায়ের (৮) ও তার ভাই জসিম উদ্দিনের ছেলে নূর নবী (৭)। নিহত দুই শিশু সম্পর্কে চাচাত ভাই। শুক্রবার (৩ সেপ্টেম্বর) তাদের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে ওই দুই শিশু বাড়ির পাশে একটি ঝোপের কাছে খেলা করছিল। এসময় ঝোপের মধ্যে থাকা ভিমরুল উড়ে এসে ওই দুই শিশুর গায়ে হুল ফোটায়।
পরিবারের লোকজন জুবায়ের ও নূর নবীকে উদ্ধার করে স্থানীয় বাজারের একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দেন। শুক্রবার ভোরে জুবায়েরের মৃত্যু হয়। এদিকে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় নুর নবীরও মৃত্যু হয়।
কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়রারম্যান এসএম কামরুল হাসান বলেন, “জুম্মার নামাজের পর আমি একজনের জানাযায় উপস্থিত ছিলাম। এ সময় চিকিৎসাধীন অন্য শিশুটিরও মৃত্যুর খবর আসে। ঘটনাটি খুবই মর্মান্তিক ও দুঃখজনক।”
একই দিনে একই পরিবারের দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মতামত দিন