গাজীপুর কারাগার থেকে শুক্রবার সকালে মামুনুল হককে পুলিশ প্রহরায় খুলনা জেলা কারাগারের উদ্দেশ্যে পাঠানো হয়
হেফাজতে ইসলামের নেতা মামুনুল হককে রবিবার (৫ সেপ্টেম্বর) আদালতে হাজিরের জন্য খুলনায় আনা হয়েছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৩টা ৫০ মিনিটে তাকে খুলনা কারাগারের নির্ধারিত স্থানে রাখা হয়।
খুলনা কারাগার সুপার মো: ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, "৫ সেপ্টেম্বর মামলায় হাজিরার পর পরবর্তী দিন তারিখ জানার পর তাকে ঢাকায় কখন পাঠানো হবে তা নির্ধারণ করা হবে। তবে খুলনায় মামলা থাকার কারণে মামুনুল হককে নির্ধারিত দিনে খুলনায় আনা নেওয়া চলবে।"
সোনাডাঙ্গা থানার ২৩ (২) ২০১৩ নং মামলায় খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে হাজিরার জন্য তাকে খুলনায় নিয়ে আসা হয়েছে।
এদিকে খুলনা কারাগারের কারাধ্যক্ষ মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে কঠোর প্রহরায় মামুনুল হককে নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা দেয় পুলিশ। মাওলানা মামুনুল হকের জন্য খুলনা কারাগারে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, তাকে সাধারণ বন্দীদের সাথে রাখা হবে না। আগামী ৫ সেপ্টেম্বর তাকে আদালতে নেওয়ার দিন ধার্য্য রয়েছে।
মতামত দিন