বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত কর্মসূচিতে এ সংঘর্ষের ঘটনা ঘটে
চট্টগ্রামের কাজীর দেউড়ি এলাকায় নাসিমন ভবেন বিএনপি দলীয় কার্যালয়ের সামনে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেলের এ ঘটনায় পুলিশ বিএনপির ৭ নেতা-কর্মীকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপি আলোচনা সভার আয়োজন করে। মিছিলে অংশ নেওয়ার সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।
আটককৃতদের মধ্যে বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, আকবর শাহ থানা বিএনপির সদস্য মোহাম্মদ হানিফ, মোহাম্মদ আনোয়ার এবং বিএনপি নেতা মোহাম্মদ ইউসুফ রয়েছেন।
নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল মান্নান জানান, নাসিমন ভবনের মাঠে পূর্ব ঘোষিত প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ আয়োজন করা হয়। শহরের বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা শান্তিপূর্ণভাবে মিছিল করে সমাবেশে যোগদান করছিল। পথে পুলিশ কাজীর দেউড়ি এলাকায় অভিযান চালিয়ে অন্তত ১০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, “মিছিলে বিভিন্ন মামলার বেশ কয়েকজন আসামি ছিল। তারা মিছিলে যোগ দিলে পুলিশ এগিয়ে যায় এবং এসময় পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করে পুলিশ।”
মতামত দিন