আগামী ১০ দিনের মধ্যে তাদের হাইকোর্টে হাজির হতে বলা হয়েছে
চিত্রনায়িকা পরীমণিকে মাদক মামলায় দ্বিতীয় ও তৃতীয় দফা রিমান্ডে নেওয়ার যৌক্তিকতা নিয়ে আদালতের দুই বিচারকের কাছে ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট। এছাড়াও মামলার নথিপত্রসহ মামলার দুই তদন্ত কর্মকর্তাকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ১০ দিনের মধ্যে তাদের হাইকোর্টে হাজির হতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) এ আদেশ দেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
কি উপাদানের ভিত্তিতে ঢাকার সংশ্লিষ্ট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিমান্ড মঞ্জুর করেছেন তার ব্যাখ্যা জানাতে বলা হয়েছে। জবাব সন্তোষজনক না হলে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটদের আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হবে। একই সঙ্গে মামলার নথিপত্রসহ মামলার দুই তদন্ত কর্মকর্তাকে ১৫ সেপ্টেম্বর আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী আদেশের জন্য ১৫ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন হাইকোর্ট বেঞ্চ।
এর আগে মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে নারী, অভিনেত্রী ও অসুস্থতা বিবেচনায় ৫০ হাজার টাকা মুচলেকায় পরীমণির জামিনের আদেশ দেন ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ। কিন্তু গতকাল তার জামিনের কাগজপত্র কারাগারে না পৌঁছায় মুক্তি দেয়নি কারা কর্তৃপক্ষ। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে আসেন পরীমণি।
উল্লেখ্য, গত ৪ আগস্ট রাতে রাজধানীর বনানীর বাসায় প্রায় চার ঘণ্টা অভিযান চালিয়ে পরীমণি ও তার সহযোগীকে আটক করে র্যাব। তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয় বলে জানানো হয়। আটকের পর তাদের নেওয়া হয় র্যাব সদর দপ্তরে। পরে র্যাব-১ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে পরীমণির বিরুদ্ধে মামলা করে।
মতামত দিন