বৃহস্পতিবার সকাল ৬টায় পরিমাপ করা তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীর তিনটি গেজ স্টেশন পয়েন্টের মধ্যে তিনটিতেই পানি বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে
রাজবাড়ীতে পদ্মার পানিবৃদ্ধি অব্যাহত রয়েছে যা বিগত কয়েকদিনের তুলনায় বেশি। গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীর তিনটি গেজ স্টেশন পয়েন্টেই পদ্মার পানি বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নিম্নাঞ্চলে নতুন করে পানি ঢুকে নিম্নাঞ্চলসহ বিস্তীর্ণ চরাঞ্চলের কয়েক হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে এসব তথ্য জানা যায়।
সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৬টায় পরিমাপ করা তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীর তিনটি গেজ স্টেশন পয়েন্টের মধ্যে তিনটিতেই পানি বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া গেজ পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ৯ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৬১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পাংশার সেনগ্রাম পয়েন্টে পদ্মার পানি ৫ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৫২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর সদরের মাহেন্দ্রপুর পয়েন্টে ৫ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে পানি বৃদ্ধি পাওয়ায় নিন্মাঞ্চল, বিস্তীর্ণ চরাঞ্চল ও বেড়িবাঁধের আশপাশের এলাকায় নতুন করে পানি ঢুকতে শুরু করেছে। এতে বিশুদ্ধ খাবার পানি ও গবাদিপশুর খাবার সংকট দেখা দিয়েছে। এছাড়াও পানি বৃদ্ধি পাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে নিম্নাঞ্চলের ফসলি জমি।
রাজবাড়ী পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুল আহাদ বলেন, “সিরাজগঞ্জের দিকে যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় পদ্মার পানি বাড়ছে। তবে এই সপ্তাহের শেষের দিকে পানি আবারও কমতে থাকবে।”
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক বলেন, “পানিবন্দি মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ চলছে। নতুন করে যেসব এলাকায় পানি ঢুকছে, তাদেরও তালিকার আওতায় এতে ত্রাণসামগ্রী দেওয়া হবে।”
মতামত দিন