একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পঞ্চগড়ে সাতজন ও ঠাকুরগাঁওয়ে ১৮ জন
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঠাকুরগাঁওয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ঠাকুরগাঁও জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৩০ জন এবং পঞ্চগড়ে ৬২ জন মারা গেছেন। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পঞ্চগড়ে সাতজন ও ঠাকুরগাঁওয়ে ১৮ জন।
বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার। পঞ্চগড়ের বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. ফজলুর রহমান।
ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার বলেন, “গত ২৪ ঘণ্টায় জেলায় ১১৩ টি নমুনা পরীক্ষায় ১৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৫.৯৩%। এ সময় মৃত্যু হয়েছে একজনের। তিনি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৩০ জনে।”
অন্যদিকে পঞ্চগড়ের সিভিল সার্জন ডা.ফজলুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় কেউ মারা যাননি। ৬৫ টি নমুনা পরীক্ষায় ৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১০.৭৭%। এ পর্যন্ত জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬২ জনে।
মতামত দিন