কিছু মানুষের উদ্দেশ্যে নিজের অনুভূতিকে সংক্ষেপে ব্যাখ্যা করতেই এই পন্থা অবলম্বন করেন পরীমণি
২৫ দিন কারোভোগের পর মুক্তি পাওয়ার পর বুধবার (১ সেপ্টেম্বর) ঢালিউড তারকা পরীমণিকে এক নজর দেখতে ভিড় জমিয়েছিলো ভক্তকূল। ছাদ খোলা গাড়িতে ভক্তদের উদ্দেশ্যে যখন পরীমণি ডান হাত নেড়ে অভিবাদন জানাচ্ছিলেন তখন দেখা যায় তার হাতের তালুতে মেহেদি দিয়ে লেখা ‘‘ডোন্ট লাভ মি বিচ’’। সঙ্গে নিচে একটা প্রতীকও আঁকা, যার শোভন বঙ্গার্থ “গোল্লায় যাও”। এরপর থেকেই সবার মনে প্রশ্ন কাদের উদ্দেশ্যে এবং কেন পরীমণির এই বার্তা? সেই প্রশ্নের উত্তর দিয়েছেন পরীমণি নিজেই।
নিজের হাতে লেখা বার্তার কারণ হিসেবে পরীমণি জানান, নিজের অনুভূতিকে সংক্ষেপে ব্যাখ্যা করতেই এই উপায়। তিনি বলেন, “এমন অনেক বিচ আছে যাদের সঙ্গে একে একে মুখোমুখি হওয়া সম্ভব না।”
পরীমণি বলেন, “যখন আমি গ্রেপ্তার হলাম তখন নির্দিষ্ট কিছু লোকের কাছ থেকে বিশেষ মনোভাব পাওয়া গিয়েছিলো। যেই আমি জামিনে মুক্তি পেলাম অমনি তাদের সম্পূর্ণ ভোল পাল্টে গেলো।”
তিনি বলেন, “যারা আমার কারাভোগ উপভোগ করেছে তাদের ভালোবাসার কোনো প্রয়োজন নেই আমার। একই সঙ্গে যারা এখন তাদের ভোল পাল্টে ফেলছে তাদেরকেও আমার দরকার নেই। তাদের উদ্দেশ্যেই আমি এই বার্তা পাঠাতে চেয়েছিলাম। আর যারা সত্যিকার অর্থে আমার জন্য শুভকামনা জানিয়েছেন, তাদেরকে আমি সবসময়ই ভালোবাসবো।”
প্রসঙ্গত, মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে নারী, অভিনেত্রী ও অসুস্থতা বিবেচনায় ৫০ হাজার টাকা মুচলেকায় পরীমণির জামিনের আদেশ দেন ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ। কিন্তু গতকাল তার জামিনের কাগজপত্র কারাগারে না পৌঁছায় মুক্তি দেয়নি কারা কর্তৃপক্ষ। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে আসেন পরীমণি।
উল্লেখ্য, গত ৪ আগস্ট রাতে রাজধানীর বনানীর বাসায় প্রায় চার ঘণ্টা অভিযান চালিয়ে পরীমণি ও তার সহযোগীকে আটক করে র্যাব। তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয় বলে জানানো হয়। আটকের পর তাদের নেওয়া হয় র্যাব সদর দপ্তরে। পরে র্যাব-১ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে পরীমণির বিরুদ্ধে মামলা করে।
মতামত দিন