শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে প্রতীকী অনশন কর্মসূচির আয়োজন করা হয়
রাজশাহীতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে শিক্ষার্থীদের প্রতীকী অনশন কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে চলমান কর্মসূচিতে বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে এ হামলার ঘটনা ঘটে। হামলার শিকার শিক্ষার্থীদের দাবি ছাত্রলীগের কর্মীরা এ অতর্কিত হামলা চালায়। যদিও মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম ছাত্রলীগের সংশ্লিষ্টতার বিষয়টি অস্বীকার করেছেন।
সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের অন্যতম সংগঠক নাদিম সিনা জানান, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে অতর্কিত হামলা এটা একটি ন্যাক্কার জনক ঘটনা। কর্মসূচি চলাকালীন ছাত্রলীগের ২০-২৫ জনের একটি দল তাদের উপর হামলা চালায়। এঘটনায় তাদের কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
তিনি আরও জানান, ছাত্রলীগের কয়েকজনকে তারা চিনতে পেরেছেন। এ ঘটনায় জড়িত ছাত্রলীগ কর্মীদের আইনের আওতায় আনার দাবিও জানান তিনি।
এদিকে, এমন হামলার ঘটনায় পুলিশের উপস্থিত নীরবতাকে সন্ত্রাসীদের মদদ হিসেবে উল্লেখ্য করে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এই আন্দোলনে রাকসুর সাবেক ভিপি রাগিব আহসান মুন্না সংহতি প্রকাশ করে কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন।
আন্দোলনরত তামিম সিরাজী বলেন, “আমরা শান্তিভাবে অনশন কর্মসূচি পালন করছিলাম। এ সময় একদল যুবক এসে তাদের উপর হামলা চালিয়ে মারধর করে। এতে তাদের কর্মসূচি পন্ড হয়ে যায়। পুলিশের সামনে এ হামলা হলেও তারা কোন পদক্ষেপ নেয়নি।”
স্থানীয় সাংবাদিক তারেক মাহমুদ বলেন, “আমিসহ কয়েকজন সাংবাদিক কর্মসূচিটির তথ্য সংগ্রহ করছিলাম। এ সময় একদল যুবক এসে আন্দোলনকারীদের উপর হামলা করে মারধর শুরু করে। এ সময় আমাকেও ধাক্কা মারেন। পরে পুলিশ এসে হামলাকারীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।”
রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন বলেন, “কোনো কিছু বুঝে উঠার আগেই একদল যুবক এসে হামলা চালায়। তবে সাথে সাথে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরিস্থিতি শান্ত রয়েছে। কারা এ হামলা চালিয়েছে তা তদন্ত করা হচ্ছে।”
মতামত দিন