১৬ দিন আগে বিয়ে করেন নিহত ওই যুবক
নিখোঁজের ৬দিন পর বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে খুলনার বটিয়াঘাটা উপজেলার বাঁশবাড়িয়ার একটি ল্যাট্রিনের সেপটিক ট্যাংক থেকে গোলাম রসুল (২০) নামের এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় একটি গ্রুপের সাথে বাগবিতণ্ডার পর নিখোঁজ হয় নববিবাহিত রসুল।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ জালাল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত রসুল জলমা ইউনিয়নের বাঁশবাড়িয়া একতা মোড় এলাকার গোলাভিটা এলাকার মো. মুজিবুর রহমানের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৫ আগস্ট গোলাম রসুল বাড়ি থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে গত ২৮ আগস্ট পরিবারের পক্ষ থেকে বটিয়াঘাটা থানায় একটি ডায়রী করা হয়। এর ভিত্তিতে পুলিশ অনুসন্ধান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা সোয়া ২টাযর দিকে স্থানীয় একটি ল্যাট্রিনের সেপটিক ট্যাংক থেকে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করে।
এ ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ দু'জনকে আটক করেছে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা হচ্ছে না বলে পুলিশ জানায় ।
ময়না তদন্তের জন্য তার লাশ খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, গোলাম রসুল ১৬ দিন আগে হোগলাডাঙ্গা এলাকার আবুল মান্নান শেখের কন্যা তিন্নী বেগম (১৮) কে বিবাহ করে।
মতামত দিন