তিনি দীর্ঘদিন বাংলা একাডেমির পরিচালক হিসেবে কর্মরত ছিলেন
প্রখ্যাত কথাসাহিত্যিক ও গবেষক বশীর আল-হেলাল মারা গেছেন। মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসায় ৮৫ বছর বয়সে বার্ধক্যজনিত রোগে তিনি মারা যান।
তিনি আলঝেইমার রোগে ভুগছিলেন, কাউকে চিনতে পারতেন না। বিকেলে শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ বাংলা একাডেমি প্রাঙ্গণে নেওয়া হয়। রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।
১৯৩৬ সালের ৬ জানুয়ারি মুর্শিদাবাদ জেলার তালিবপুর গ্রামের মীর পাড়ায় বশীর আল-হেলালের জন্ম। ছোটবেলা থেকেই তিনি লেখালেখি করতেন। ১৯৫৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় বিভাগে বাংলায় এম এ পাস করে চাকরি নেন কলকাতায় হজ কমিটিতে।
তিনি দীর্ঘদিন বাংলা একাডেমির পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৯৩ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান।
এছাড়াও সাহিত্যকর্মের জন্য তিনি আলাওল সাহিত্য পুরস্কার (১৯৯১), লেখিকা সংঘ পুরস্কার (২০০২), গৌরী ঘোষাল স্মৃতিসম্মান, কলকাতা (২০০২), অধ্যাপক আবুল কাসেম পুরস্কার (২০০৪) ও তমুদ্দিন মজলিশ মাতৃভাষা পদকে (২০১৫) ভূষিত হয়েছেন।
মতামত দিন