বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে চীন থেকে সিনোফার্মের আরও ২০ লাখ ডোজ টিকা আসছে
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে চীন থেকে সিনোফার্মের আরও ২০ লাখ ডোজ টিকা আসছে। এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান।
সোমবার (৩০ আগস্ট) দিবাগত রাত আড়াইটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ টিকা পৌঁছানোর কথা রয়েছে।
মাইদুল ইসলাম প্রধান জানান, আজ রাত ২ টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে চীন থেকে সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকা এসে পৌঁছাবে।
মতামত দিন