আসল উদ্দেশ্য ছিল এই বিল পাঠানোর মাধ্যমে মানুষের মাঝে নৈতিকতা বোধ জাগিয়ে তোলা
আপনি কি কখনও শুনেছেন যে বিয়েতে উপস্থিত না হওয়ার জন্য অতিথিদের জরিমানা করা হয়েছে? অবাক হলেও সত্যি যে সম্প্রতি শিকাগোর এক দম্পতি ঠিক এমনটিই করেছেন। তাদের বিয়েতে উপস্থিত না হওয়া সমস্ত অতিথিদের ২৪০ ডলার (২০ হাজার টাকা) করে জরিমানা করেছেন। পাশাপাশি অতিথিদের অর্থ প্রদানের জন্য এক মাসের বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, ডগ এবং ডেড্রা সিমন্স দম্পতির জ্যামাইকাতে জাঁকজমকপূর্ণ ওয়েডিংয়ে আসার কথা দিয়েও না আসায় ২৪০ ডলার জরিমানা করেছেন। জ্যামাইকার রয়্যালটন নেগ্রিল রিসোর্ট এবং স্পাতে তাদের বিয়ের আয়োজন করা হয়েছিল। অতিথিদের কাছে পাঠানো বিলের কারণ হিসেবে বলা হয়, “এটি আপনার জন্য বরাদ্দকৃত পৃথক আসনের মূল্য। “নো কল, নো শো”। কারণ আপনি ফোন করেননি বা আপনি আমাদের কোনোভাবে জানাননি যে আপনি উপস্থিত থাকবেন না। ফলে আপনার জন্য বরাদ্দকৃত আসনে অগ্রিম পরিশোধ করা অর্থ আপনাকেই দিতে হবে। আপনি জেল বা পেপালের মাধ্যমে অর্থ প্রদান করতে পারেন। দয়া করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আমাদের জানান যে কোন অর্থ প্রদানের পদ্ধতি আপনার জন্য ভালো হয়। ধন্যবাদ”
চলতি সপ্তাহেই “হাফ পোস্ট”-এর সিনিয়র ফ্রন্ট পেজ সম্পাদক, ফিলিপ লুইস সেই বিলের একটি ছবি তুলে টুইটারে পোস্ট করেন। যা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ছবিটি ইতোমধ্যে নেটিজেনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে।
ওই দম্পতি জানান, তাদের আসল উদ্দেশ্য ছিল এই বিল পাঠানোর মাধ্যমে মানুষের মাঝে নৈতিকতা বোধ জাগিয়ে তোলা। কোনো দাওয়াতে, বিশেষত ডেস্টিনেশন ওয়েডিংয়ে খরচটা একটু বেশিই হয়। তাই সেখানে আসতে না পারলে আগে থেকে জানানো উচিত, এই ভদ্রতাটুকু যেন তারা শিখেন- এটাই বুঝাতে চেয়েছিলেন তারা।
তারা আরও বলেন, “আমরা চারবার জিজ্ঞেস করেছি সবাইকে, আপনি কি সত্যিই আসতে পারবেন?' তারা বলেছেন, হ্যাঁ, পারব। এরপরেও তারা আসেননি। কিন্তু এটা যেহেতু জ্যামাইকাতে ডেস্টিনেশন ওয়েডিং ছিল, আমাদের অবশ্যই আগে থেকে টাকা দিতে হয়েছিল আয়োজকদের।”
I don’t think I’ve ever seen a wedding reception invoice before lol pic.twitter.com/ZAYfGITkxP
— philip lewis (@Phil_Lewis_) August 24, 2021
মতামত দিন