রবিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় আদালতের নির্দেশে বরিশাল জেলহাজতে পাঠানো হয় তাকে
বরিশালে আট বছরের এক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন, শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
রবিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় আদালতের নির্দেশে বরিশাল জেলহাজতে পাঠানো হয় তাকে। বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার ওই ব্যক্তি সদর উপজেলার স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক।
শিশুটির বাবা জানান, গত রমজানের ঈদের পর বাড়ির পাশে একটি মাদ্রাসায় ভর্তি করান তার ছেলেকে।
তিনি আরও বলেন, গত ২৫ আগস্ট রাত ১১ টার দিকে মাদ্রাসার অন্য শিক্ষার্থীরা ঘুমিয়ে পড়লে তার ছেলেকে যৌন নিপীড়ন করে অভিযুক্ত ব্যক্তি। এসময় শিশুটি চিৎকার করলে তার গলা চেপে ধরার পাশাপাশি বিষয়টি প্রকাশ করলে হত্যার হুমকিও দেয় অভিযুক্ত ব্যক্তি। তার প্রস্তাবে রাজি না হওয়ায় সাঁতার শেখানোর নামে পুকুরের পানিতে চোবানো, বুকের ওপর সিলিন্ডার রেখে নির্যাতন করে সে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার জানান, রবিবার ওই শিশু শিক্ষার্থীর বাবা নির্যাতনের অভিযোগে ওই শিক্ষকের বিরুদ্ধে একটি মামলা করেন।
দায়েরকৃত মামলার উদ্ধৃতি দিয়ে ওসি আরও জানান, শনিবার বাড়ি আসার পর থেকে ভুক্তভোগী শিশুটির মন খারাপ দেখে তার বাবা-মা এর কারণ জানতে চান। সেসময় সে তার মা-বাবাকে ঘটনাটি জানায়। এর আগেও ওই শিক্ষক বিভিন্ন সময় তাকে কাছে ডেকে আপত্তিকর আচরণ করেছে বলেও জানায় সে। নির্যাতিত শিশুটি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
হাসপাতালের শিশু সার্জারি বিভাগের চিকিৎসক জানান, শিশুটির শরীরে আঘাতের চিহ্ন, চোখে রক্ত জমে রয়েছে। বর্তমানে শিশুটি কিছুটা মানসিক সমস্যাতেও ভুগছে। সময়ের সঙ্গে সঙ্গে ক্ষত সারলেও মানসিক সমস্যা কাটতে সময় লাগবে বলে জানান চিকিৎসক।
মতামত দিন