স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় শাপলা তুলতে গিয়ে বজ্রপাতে সিফাত (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার ঘোনাবাড়ি গ্রামের মোশারফের ছেলে। এ ঘটনায় তানভীর নামে আরেক শিশু আহত হয়েছে।
সোমবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ঘোনাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নাগবাড়ী ইউপি চেয়ারম্যান মাকসুদুর রহমান সিদ্দিকী বলেন, “সিফাত ও তানভীর দুপুরে বৃষ্টির মধ্যে ঘোনাবাড়ি বিলে শাপলা তুলতে যায়। তখন বজ্রপাতে আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সিফাতকে মৃত ঘোষণা করেন। আহত তানভীরকে প্রথমিক চিকিৎসা শেষে বাড়িতে আনা হয়েছে।”
তিনি আরও বলেন, “নিহত সিফাতের পরিবারকে ১০ হাজার ও আহত তানভীরের পরিবারকে ৫ হাজার টাকা নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।”
মতামত দিন