এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত ওই পরিচ্ছন্নতাকর্মীকে হাসপাতালে পাওয়া যাচ্ছে না
চাঁদপুরের মতলব উপজেলা কমপ্লেক্সে চিকিৎসা নিতে গিয়ে যৌন হয়রানির শিকার হয়েছে এক স্কুলছাত্রী বলে অভিযোগ উঠেছে।
রবিবার (২৯ আগস্ট) সকালে শ্লীলতাহানির অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষ বরাবর একটি লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ওই স্কুলছাত্রী। হাসপাতালটির পরিষ্কারকর্মী আকাশের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় এবং এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ওঠে। এর আগে, গত ২৭ আগস্ট সন্ধ্যায় মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
ভুক্তভোগীর অভিযোগ, গত ২৭ আগস্ট অসুস্থ অবস্থায় হাসপাতালটিতে ভর্তি হন তিনি। ওইদিন সন্ধ্যায় তাকে ট্রলিতে করে নিয়ে যাওয়ার সময় তার শ্লীলতাহানি করা হয় বলেও জানান তিনি।
এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত ওই পরিচ্ছন্নতাকর্মীকে হাসপাতালে পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত মোবাইলও বন্ধ পাওয়া গেছে।
ভুক্তভোগী স্কুলছাত্রীর বোন বলেন, “গত শুক্রবার সন্ধ্যায় আমার বোন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসার পর তাকে ভর্তি করা হয়। পরে আমার বোনকে ট্রলিতে করে দোতলায় ওয়ার্ডে নেওয়ার সময় শ্লীলতাহানি করে। আমি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিয়েছি। এর সুষ্ঠু বিচার চাই।”
এ বিষয়ে হাসপাতালের মেডিকেল কর্মকর্তা ডা. ইসমাইল হোসেনের সঙ্গে কথা বলতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি।
আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মোনাস বলেন, “সাংবাদিকদের সঙ্গে কথা বলার অনুমতি কর্তৃপক্ষ আমাদেরকে দেননি। আপনারা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে কথা বলুন।”
এদিকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুশরাত জাহান মিথেনের সঙ্গে কথা বলার জন্য তার অফিসে গেলে ওইসময় তাকে পাওয়া যায়নি। মুঠোফোনেও বহুবার কল দিলেও তিনি তা রিসিভ করেননি।
এ বিষয়ে চাঁদপুর জেলা সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ বলেন, “আমি ঘটনাটি শুনেছি। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
মতামত দিন