মৃতের মায়ের দাবি তার মেয়েকে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে
পিরোজপুরের ভান্ডারিয়া পৌর শহরের কানুয়া মহল্লার শিরিন মঞ্জিল নামে একটি বাসা থেকে সোমবার (৩০ আগস্ট) দুপুরে জান্নাতুল ফেরদৌস মুনমুন (২৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী সুমন হাওলাদার, শ্বাশুড়ী শিরিন বেগম, ননদ নুপুর আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ভান্ডারিয়া থানা পুলিশ।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।
মুনমুনের মা মমতাজ বেগম জানান, ৫ বছর আগে ভান্ডারিয়া পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের কানুয়া গ্রামের সুমন হাওলাদারের সঙ্গে মুনমুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে প্রায়ই মুনমুনকে তার স্বামী মারধর করত। এছাড়া, সুমনের পরকীয়া প্রেম আছে বলেও জানিয়েছিল মুনমুন।
মুনমুনের মা মমতাজ বেগমের দাবি, তার মেয়ে আত্মহত্যা করতে পারে না। তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।
ভান্ডারিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানিক হাওলাদার জানান, দরজা ভেতর থেকে বন্ধ ছিল।
ভান্ডারিয়া থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। এটি আত্মহত্যা নাকি হত্যা তা তদন্ত শেষে জানা যাবে। এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য মুনমুনের স্বামী সুমনসহ তিনজনকে আটক করা হয়েছে।
মতামত দিন