সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইয়ুম আলী সরকার এ তথ্য নিশ্চিত করেন
সদরঘাট লঞ্চ টার্মিনালে বরিশাল থেকে ঢাকায় আসা একটি লঞ্চের কেবিনে এক নারীর ঝুলন্ত লাশ পাওয়া গেছে। ইঁদুরের ওষুধ খেয়ে ওই নারীর মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় জানা না গেলেও অনুমান করা হচ্ছে তার বয়স আনুমানিক ৩৫ বছর।
সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইয়ুম আলী সরকার এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, এমভি পারাবত-১২ লঞ্চ থেকে লাশটি উদ্ধার করা হয়। শনিবার (২৮ আগস্ট) রাতে বরিশাল থেকে ছেড়ে আসা লঞ্চটি রবিবার (২৯ আগস্ট) সকালে সদরঘাটে পৌঁছে।
লঞ্চের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, বরিশালে বৃদ্ধ একজন পুরুষ ওই নারীকে লঞ্চে নিয়ে আসেন। কেবিনে ওই নারীকে তুলে দিয়ে তিনি লঞ্চ থেকে নেমে যান।
লঞ্চকর্মীদের কাছ থেকে জানা যায়, ওই নারী যে কেবিনে ছিলেন সেই কেবিনের টিকেটটি ''আনোয়ার হোসেন'' নামে কেনা হয়েছিল। রাতে ওই নারী কেবিন বয়ের মাধ্যমে খাবারও খেয়েছিলেন বলে জানায় তারা।
সদরঘাট নৌ-থানার ওসি মো. কাইয়ুম আলী সরকার জানান, সব যাত্রী নেমে গেলেও ওই কেবিনটি তালাবদ্ধ দেখতে পায় পরিচ্ছন্নতাকর্মীরা। লঞ্চে থাকা মাস্টার চাবি দিয়ে তালা খুললেও ভেতর থেকে ছিটকিনি লাগানো থাকায় দরজা খোলা যাচ্ছিল না। তখন লঞ্চ কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তালা ভেঙে ঝুলন্ত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠায়। কেবিনের মধ্যে কাপড় ঝুলানোর হুক ছিল। সেই হুকে ওড়না পেঁচিয়ে ঝুলেছিল ওই নারী।
তিনি বলেন, “ওই কেবিনে দুই প্যাকেট ইঁদুরের ওষুধও পাওয়া গেছে। এক প্যাকেটের ওষুধ ওই নারী খেয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
মতামত দিন