প্রতিবেশীরা শিশুটিকে জীবিত উদ্ধার করে
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় নাতিকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন অজিফা বেগম (৪৫) নামে এক নারী। রবিবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার পাইশানা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বিকেল অজিফা বেগম ছয় বছরের নাতি আরিয়ানকে নিয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়েছিলেন। অসাবধানতায় ৬ বছরের শিশুটি পানিতে পড়ে যায়। এ সময় নাতিকে বাঁচাতে গিয়ে গভীর পানিতে ঝাঁপ দেন ওই নারী।
বিষয়টি দেখতে পেয়ে প্রতিবেশীরা শিশুটিকে জীবিত উদ্ধার করে। অজিফা বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মতামত দিন