এটি বাস্তবায়িত হলে পর্যটকদের জন্যে মনপুরা হয়ে উঠতে পারে আকর্ষণীয় ও দর্শনীয় জায়গা
মনপুরার সহজ-সরল মানুষের ভালোবাসা ও প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে সেখানে নিজের মনের মতো করে গড়তে চেয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই অবকাশকালীন সময়ে চিত্তবিনোদন ও শান্তির জন্য তিনি মনপুরাতে চিন্তানিবাস স্থাপনের পরিকল্পনা করেছিলেন। চিন্তানিবাসের জন্য ইট,বালু,সিমেন্ট,রড পাঠানোর পর কাজও শুরু হলেও তা এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ভোলার মনপুরায় জাতির জনক “বঙ্গবন্ধুর স্বপ্নের চিন্তা নিবাসের” বিষয়টি জাতীয় সংসদে উপস্থাপন করলে বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আসে। এরই ধারাবাহিকতায় রবিবার (২৯ আগস্ট) মনপুরায় বঙ্গবন্ধু চিন্তানিবাসের স্থান সরেজমিনে পরিদর্শনে যান বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহকারী পরিচালক মো. মাজহারুল ইসলাম।
এ বিষয়ে ট্যুরিজম বোর্ডের সহকারী পরিচালক মো. মাজহারুল ইসলাম বলেন, ‘‘বঙ্গবন্ধুর চিন্তানিবাস স্থাপনের স্থান সরজমিনে পরিদর্শন করেছি। ভুঁইয়ারহাট সংলগ্ন ব্রিজের পাশের স্থানটি মনোরম পরিবেশ রয়েছে। দুই মাস পর পর অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি নির্দেশনা ও বাস্তবায়ন সভায় প্রতিবেদনটি পেশ করা হবে। আশা করছি দ্রুত বঙ্গবন্ধুর চিন্তানিবাস স্থাপনের বিষয়ে ভালো ফলাফল পাব।’’
ছবি: ঢাকা ট্রিবিউন
পরে ট্যুরিজম বোর্ডের প্রতিনিধি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শামীম মিঞার সঙ্গে মতবিনিময় করেন। তিনি বঙ্গবন্ধুর চিন্তানিবাস স্থাপনের বিষয় বিভিন্ন দিক নির্দেশনা দেন।
ইউএনও বলেন, ‘‘বঙ্গবন্ধুর চিন্তানিবাস স্থাপনের বিষয় গত ১৬ জানুয়ারি বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সঙ্গে অনলাইন সভায় সর্বপ্রথম প্রস্তাব দেওয়া হয়েছে। চিন্তানিবাস স্থাপনের বিষয়ে ট্যুরিজম বোর্ড, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এবং সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ে সহায়তা চাওয়া হয়েছে। প্রাথমিক প্রস্তাবপত্র (ধারণা পত্র) তৈরি করা হয়েছে। জাতীয় সংসদে এই ধারণা পত্রটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ভোলা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব সংসদে উপস্থাপন করে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। বঙ্গবন্ধুর চিন্তানিবাসের জায়গা নির্ধারণের জন্য জমির প্রস্তাব দেওয়ার কাজ চলমান।’’
উল্লেখ্য, রামনেওয়াজ বাজার সংলগ্ন বড় দীঘির পাশে বঙ্গবন্ধুর চিন্তা নিবাস ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। সেই ভিত্তিপ্রস্তর ৫-৭ বছর আগে মেঘনার তীব্র ভাঙনে বিলীন হয়ে যায়।
মতামত দিন