ঢাকার মহানগর দায়রা জজ আদালতে এই জামিন শুনানি অনুষ্ঠিত হবে
চিত্রনায়িকা পরীমণির জামিন শুনানি অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার। ঢাকার মহানগর দায়রা জজ আদালতে এই জামিন শুনানি অনুষ্ঠিত হবে।
দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
গত বৃহস্পতিবার এক রুল জারি করেন হাইকোর্ট। এতে বলা হয়েছে, মাদক মামলায় গ্রেপ্তার পরীমণির জামিন আবেদনের শুনানি ২১ দিন পর ১৩ সেপ্টেম্বর নির্ধারণ করেছিলেন মহানগর দায়রা জজ আদালত। ওই আদেশ কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।
একই সঙ্গে জামিন আবেদনের শুনানি এগিয়ে (১৩ সেপ্টেম্বরের আগে) এনে দুই দিনের মধ্যে তা করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা-ও জানতে চাওয়া হয় ওই রুলে।
মতামত দিন