গৃহবধূ অঞ্জনা বিশ্বাস দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে যাত্রীবোঝাই নৌকায় করে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি জেলা শহরের গোর্কণ যাচ্ছিলেন
গৃহবধূ অঞ্জনা বিশ্বাস দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে যাত্রীবোঝাই নৌকায় করে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আদমপুর গ্রাম থেকে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি জেলা শহরের গোর্কণ যাচ্ছিলেন। এই যাত্রাই তার জীবনের কাল হয়ে দাঁড়াবে কে জানত।
অতিরিক্ত যাত্রী নিয়ে বিজয়নগরের চম্পকনগর ঘাট থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের আসার পথেই লইচকা বিলে বালুবোঝাই ট্রলারের সাথে সংঘর্ষ হয়ে মা-মেয়ে মারা যান। এ সময় সাঁতরে পারে উঠে বেঁচে যায় নিহত অঞ্জনার ছেলে সৌরভ বিশ্বাস (১৬) ও মেয়ে সৌরভী।
হাসপাতালে ফটকে কথা হয় নিহত অঞ্জনা বিশ্বাসের ননদ লক্ষীরানীর সাথে। তিনি বলেন, “তার ছোট ভাই প্রবাসে চলে যাবে বলে ৬/ ৭ মাস পড়ে। তাই বাবার বাড়িতে বেড়াতে আসছিল অঞ্জনা। নৌকায় থাকা অবস্থায় কয়েকবার বাড়িতে ফোনও দিয়েছিল। নৌকাটি ডুবে যাওয়ার পর ফোন দিয়ে তার ছেলে সৌরভ আমাদের জানায়। মা আর ছোট বোনকে খোঁজে পাচ্ছি না বলে কান্নাকাটি শুরু করে। আমরা খবর পেয়ে হাসপাতালের এসে তাদের মরদেহ সনাক্ত করি।”
মতামত দিন