এ ঘটনায় ঘাতক বাস ও চালককে আটক করেছে পুলিশ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নাতনীর শ্বশুরবাড়িতে বেড়াতে এসে মহাসড়ক পার হতে গিয়ে যাত্রীবাহী বাসের চাপায় নিহত হয়েছে দুই বৃদ্ধা নারী। তারা হলেন, কুমিল্লার মেঘনা উপজেলার সোনাকান্দা গ্রামের আব্দুল বারেকের স্ত্রী আমেলা খাতুন (৭০) ও একই গ্রামের ফজলুর রহমানের স্ত্রী নুর জাহান (৬৫)।
শনিবার (২৮ আগস্ট) বেলা ১২টার দিকে পিরোজপুর ইউনিয়নের ইউপি কার্যালয়ের কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পারাপারের সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী দূরপাল্লার বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার কুমিল্লা মেঘনা উপজেলার সোনাকান্দা গ্রামের আলী হোসেন ভুট্টুর মেয়ে সিনথিয়া (২১) এর সাথে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের মৃত মোজাম্মেল হোসেনের ছেলে আল আমিন (২৭) এর সঙ্গে বিয়ে হয়। সেই সুবাদে নতুন বউয়ের সঙ্গী হয়ে আমেলা খাতুন ও নুর জাহান বেড়াতে আসেন নারায়ণগঞ্জে।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতদের মৃতদেহ উদ্ধার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। এদিকে এ ঘটনায় ঘাতক বাস ও চালককে আটক করেছে পুলিশ।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, দুজনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাস ও চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
মতামত দিন