তিন নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় টাঙ্গাইলে নদী তীরবর্তী বিভিন্ন এলাকার জমি ও ঘরবাড়ি প্লাবিত হচ্ছে
উজানের ঢল ও ভারী বর্ষণের ফলে টাঙ্গাইলে বিভিন্ন নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় যমুনা, ঝিনাই ও ধলেশ্বরী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নদী তীরবর্তী কিছু এলাকার জমি ও ঘরবাড়ি প্লাবিত হচ্ছে।
শুক্রবার (২৭ আগস্ট) নদীর পানি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন জেলা পানি উন্নয়ন বোর্ড।
জানা যায়, পানি বৃদ্ধির ফলে যমুনা নদীর পানি ৮ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া, ধলেশ্বরী নদীর পানি ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২৮ সেন্টিমিটার ওপরে এবং ঝিনাই নদীর পানি ৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৪৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নদীর পানি বৃদ্ধির ফলে টাঙ্গাইল সদর, কালিহাতি, ভুঞাপুর, মির্জাপুর, বাসাইল ও নাগরপুর উপজেলার নদী তীরবর্তী নিচু এলাকা প্লাবিত হচ্ছে। পাশাপাশি এ সব এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা।
টাঙ্গাইলের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, “টাঙ্গাইলে তিনটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।”
তিনি আরও বলেন, “পানি কমলে এ সব এলাকায় নদী ভাঙন দেখা দেবে। তখন জরুরি ভিত্তিতে কাজ করা হবে।”
মতামত দিন