রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন
কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশের (সিপিবি) রংপুর জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড আফজালুর রহমান আর নেই।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাত ১১টায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর সিপিবি সভাপতি শাহিন রহমান।
শাহিন রহমান জানান, কমরেড আফজালুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পাশাপাশি কিডনিজনিত সমস্যাসহ আরও বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি তাকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে আফজালুর রহমানকে আইসিইউতে রাখা হয়। বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। শুক্রবার জুমার নামাজের পর রংপুর শহরের মুলাটোল জামে মসজিদে জানাযার নামাজ শেষে তার মরদেহ সিপিবি জেলা কার্যালয়ে নিয়ে যাওয়া হবে। সেখানে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদন শেষে তাকে তার গ্রামের বাড়ি সদর উপজেলার চন্দনপাটে নিয়ে যাওয়া হবে। এরপর আছর নামাজের পর জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
বীর মুক্তিযোদ্ধা কমরেড আফজালুর রহমানের মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড শাহিন রহমান ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক কমরেড রাতুজ্জামান রাতুল গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বিবৃতির মাধ্যমে তারা জানান, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা কমরেড আফজালুর রহমান এদেশের কৃষক শ্রমিক মেহেনতি মানুষের অধিকার আদায়ে আজীবন লড়াই সংগ্রাম করে আসছিলেন। তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক লাখো শহীদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে লড়াই সংগ্রাম জারি রেখেছিলেন। তার মৃত্যুতে এদেশের মুক্তিকামী মানুষ একজন প্রগতিশীল দেশপ্রেমিক ও আদর্শবান মানুষকে হারাল।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধা কমরেড আফজালুর রহমানের মৃত্যুতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি, বাংলাদেশ কৃষক সমিতি, মহিলা পরিষদ, অটো শ্রমিক ইউনিয়নসহ রংপুরের বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
মতামত দিন