দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে
রাজধানী ঢাকায় শুক্রবার ছুটির দিনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম তবে আকাশ মেঘলা থাকলেও রোদের দেখা পাওয়া যাবে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার (২৭ আগস্ট) সকাল সোয়া ৯টার দিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয় অধিদপ্তর জানিয়েছে, সারাদিন রংপুর, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা,বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। আগামী দুইদিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে। বাড়তে পারে বৃষ্টির পরিমাণ।
সারাদেশের দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মংলায় ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারে ১৭৮ মি.মি.। ঢাকায় বৃষ্টি হয়েছে সামান্য।
মতামত দিন