এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করা হয়েছে
কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমিতে ধান কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জীবন সরকার (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করা হয়েছে। আগামী ২ কর্মদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির-১ এর কোম্পানীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম একেএম আজাদ।
পল্লী বিদ্যুৎ হেডকোয়ার্টারের এজিএম (অপারেশন এ্যান্ড ম্যানেজম্যান্ট) মো: ফয়সাল চৌধুরী কে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটি কমিটির অন্য সদস্যরা হলেন এজিএম ( প্রশাসন) মো।: রাহাত ও পাওয়ার ইউজ কো-অর্ডিনেটর প্রহলাদ চন্দ্র কর্মকার।
কৃষক জীবন মিয়ার মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সাদেকুর রহমান।
মতামত দিন