এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি
দুই ব্যক্তির মধ্যের কথা কাটাকাটি থামাতে গিয়ে একজনের ‘‘ধাক্কায়’’ রহিম মোল্লা (৬৬) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পাবনার সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়নের শ্রীপুর গ্রামে বুধবার (২৫ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বৃদ্ধ রহিম মোল্লার ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত রহিম মোল্লার বাড়ি ওই গ্রামেই।
স্থানীয়রা জানান, শ্রীপুর গ্রামের মাছিম আলীর বাড়ির উঠোনে মঙ্গলবার (২৪ আগস্ট) রাতে কে বা কারা মানুষের বিষ্ঠা রেখে দেয়। বুধবার সকালে মাছিম আলী বিষয়টি দেখতে পেয়ে এ ঘটনায় একই গ্রামের প্রতিবেশী খলিল ফকিরকে দোষারোপ করলে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এ সময় গ্রাম্য প্রধান রহিম মোল্লা তাদের কথা কাটাকাটি থামানোর চেষ্টা করেন। মাছিম আলী রেগে গিয়ে বৃদ্ধ রহিম মোল্লাকে ধাক্কা দিলে মাটিতে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আমিনপুর থানার ওসি রওশন আলী বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত রহিম মোল্লার লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য তার লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
মতামত দিন