ক্যাম্পাস না খোলা পর্যন্ত এই কর্মসূচি চলতে থাকবে বলে জানান আয়োজক শিক্ষকরা
বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৃহস্পতিবার (২৬ আগস্ট) প্রতীকী প্রতিবাদী ক্লাস নেবেন কয়েকজন শিক্ষক। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উন্মুক্ত স্থানে নেওয়া হবে এসব ক্লাস। স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের যেকোনো শিক্ষার্থী এই ক্লাসে অংশ নিতে পারবেন।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে প্রথম ক্লাস নেবেন দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন।
ক্যাম্পাস না খোলা পর্যন্ত এই কর্মসূচি চলতে থাকবে বলে জানান আয়োজক শিক্ষকরা।
এ সম্পর্কে অধ্যাপক রায়হান রাইন বলেন, “বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে আমরা এই কর্মসূচি পালন করব। এখানে ধারাবাহিকভাবে অন্যান্য শিক্ষকরা ক্লাস নেবেন। এই কর্মসূচি ক্যাম্পাস না খোলা পর্যন্ত চলতে থাকবে। প্রতীকী এই ক্লাসে যে কোনো শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে। তবে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণ করতে হবে।”
অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, “বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক” নামে সারাদেশে আমাদের একটি সংগঠন আছে। সেখান থেকেই সোমবার সংবাদ সম্মেলনে এই কর্মসূচী ঘোষণা করা হয়েছে। প্রতীকী এই ক্লাস সারাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে চলবে। এই কর্মসূচি বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে জনমত তৈরি করবে।
এছাড়াও অধ্যাপক সাঈদ ফেরদৌস, অধ্যাপক এএসএম আনোয়ারুল্লাহ ভূঁইয়া, অধ্যাপক মো. জামাল উদ্দীন, অধ্যাপক মানস চৌধুরী, অধ্যাপক শামীমা সুলতানা প্রমুখও ক্লাস নেবেন।
মতামত দিন