এ বিষয়ে একটি রোডম্যাপও তৈরি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ
স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তরের পরীক্ষার্থীদের জন্য অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে আবাসিক হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।
মঙ্গলবার (২৪ আগস্ট) সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয় ঢাবি প্রভোস্ট কমিটি।
স্যার এ এফ রহমান হলের প্রভোস্ট অধ্যাপক প্রফেসর কেএম সাইফুল ইসলাম বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ বিষয়ে একটি রোডম্যাপও তৈরি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোডম্যাপ অনুসরণ করে হলে আবাসিক শিক্ষার্থীদের তোলা হবে।
তিনি বলেন, সভায় অক্টোবর মাসের প্রথম সপ্তাহে হল খুলে দিয়ে পরীক্ষার্থীদের হলে তোলার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। প্রথমে অনার্স ফাইনাল ইয়ার ও মাস্টার্সের শিক্ষার্থীদের হলে তোলা হবে।
প্রফেসর সাইফুল ইসলাম আরও বলেন, তাদের পরীক্ষা শেষ হলে পর্যায়ক্রমে আগের সেশনের পরীক্ষার্থীদের হলে তোলা হবে।
তবে, অনলাইনে পরীক্ষা গ্রহণ ও ক্লাস কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে সভায় জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী ও বিভিন্ন হলের প্রভোস্টরা সভায় উপস্থিত ছিলেন।
মতামত দিন