সোমবার রাতে ৩ টি বাস, ট্রাক, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে ডাকাতির ঘটনা ঘটে
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট-কানসাট সড়কের সোনাজল নামক এলাকায় ঢাকাগামী ৩ টি বাসে গণডাকাতির ঘটনা ঘটেছে। একইসাথে ট্রাক, মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনেও ডাকাতির ঘটনা ঘটে। সোমবার (২৩) রাতে এসব ডাকাতির ঘটনা ঘটে।
এ সময় যাত্রীদের স্বর্ণালঙ্কার, মোবাইল, নগদ টাকাসহ মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। এ ঘটনায় আহত হয়েছেন বাসের ৫ জন যাত্রী। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানার ওসি মাহবুবুর রহমান।
এ ঘটনায় পুলিশ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানান তিনি।
জানা গেছে, চাঁপাই নবাবগঞ্জ জেলার ভোলাহাট-কানসাট সড়কের সোনাজল নামক স্থানে ঢাকামুখী নাইট কোচসহ বিভিন্ন পরিবহনে ঘণ্টাব্যাপী এই ডাকাতির ঘটনা চলে।
মুখোশধারী ডাকাত দল হাসুয়া ও লাঠি হাতে হামলা চালায়। এ সময় ডাকাতেরা যাত্রীদের পিটিয়ে নগদ অর্থ ও সোনার গয়না ডাকাতি করে। এছাড়া ট্রাক, পিকআপ, অটোরিকশা ও মোটরসাইকেল আরোহীর টাকা মোবাইল ডাকাতি করেছে।
এ সময় নারী যাত্রীদের যৌনহানির মত ঘটনাও ঘটিয়েছে ডাকাতেরা।
ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আজহারুল ইসলাম জানান, ডাকাতির ঘটনায় পাঁচজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এছাড়া আরও অনেকে বাড়িতে গিয়ে চিকিৎসা নেওয়ার খবর জানা গেছে।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যাবার আগেই টের পেয়ে ডাকাত দল পালিয়ে যায়।
তিনি আরও জানান, তাদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারে রাত থেকেই পুলিশ অভিযান শুরু করেছে। এ ঘটনায় ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মাহবুব আলম খান পিপিএম জানান, কিছুদিন আগেও কয়েকজন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছিল। হয়তোবা তারা জমিন পেয়ে পরিকল্পনা করে আবারও এই ডাকাতির ঘটনা ঘটাতে পারে।
তিনি বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেইসাথে ভিকটিমের সাথে কথাও বলেছি। ওসি নিজেই এই ঘটনায় বাদী হয়ে মামলা দায়ের করেছেন। তদন্ত করছি। আশা করছি জনসম্মুখে ডাকাতদের গ্রেপ্তার করে দেখাতে পারবো।”
মতামত দিন