এর আগে একই ইউনিয়ন থেকে আরও ৩১ রোহিঙ্গা শরণার্থীকে গ্রেপ্তার করা হয়েছিল
কক্সবাজারের শরণার্থী শিবির থেকে পালানো ৭৪ রোহিঙ্গা শরণার্থীকে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা থেকে আটক করা হয়েছে।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ আব্দুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার আহলাকারলডেঙ্গা ইউনিয়নের কালন্দর শাহ মাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়৷
বোয়ালখালী থানার উপ-পরিদর্শক সুমন কান্তি দে বলেন, “এই রোহিঙ্গা শরণার্থীরা কক্সবাজারে নিজ নিজ ক্যাম্প থেকে পালিয়ে বোয়ালখালীতে ভাড়া বাসায় চলে যান। তারপর থেকে তারা স্থানীয় কৃষিজমিতে ভাড়ায় দিনমজুর হিসেবে কাজ করছিল।”
ওসি আরও জানান, তাদের একটি মামলায় গ্রেপ্তার দেখানোর পর আদালতে হাজির করা হবে।
এর আগে গত ২৬ জুন পুলিশ একই ইউনিয়নের পাহাড়ি অঞ্চল থেকে ৩১ জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছিল।
২০১৭ সালের ২৫ আগস্ট থেকে বাংলাদেশ ১১ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিচ্ছে, যারা মিয়ানমারের সীমান্ত নিরাপত্তা বাহিনী এবং সরকারপন্থী মিলিশিয়াদের নির্যাতন থেকে পালিয়ে এসেছিল।
মতামত দিন