এই সিদ্ধান্ত কার্যকর হবে আগামী ১ সেপ্টেম্বর দুপুর ১২ টা থেকে
করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করার চার মাস পর ১৮টি দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ওমান। এই সিদ্ধান্ত কার্যকর হবে আগামী ১ সেপ্টেম্বর দুপুর ১২ টা থেকে।
সোমবার (২৩ আগস্ট) এ তথ্য জানিয়েছে ওমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ)।
মেডিকেল রেসপন্স, পাবলিক হেলথ সেক্টর এবং রয়েল ওমান পুলিশের সমন্বয়ে গঠিত কোভিড-১৯ প্রতিরোধ সংক্রান্ত সুপ্রিম কমিটির নির্দেশে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করার ঘোষণা দেয় ওমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ)।
সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, ওমান সরকারের অনুমোদন পাওয়া যে কোন কোভিড-১৯ ভ্যাকসিনের দুই ডোজ নেওয়া যাত্রীরাই কেবল দেশটিতে যেতে পারবেন। সেখানে যাওয়ার কমপক্ষে ১৪ দিন আগে টিকার দ্বিতীয় ডোজ নিতে হবে। অবশ্যই কিউআর কোডসহ একটি ভ্যাকসিন সনদ বহন করতে হবে।
ওমান সিভিল এভিয়েশন অথরিটির (সিএএ) বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওমানের নাগরিক, প্রবাসী, ওমান ভিসাধারী, ওমান ভ্রমণের জন্য ভিসার প্রয়োজন নেই এবং যারা প্রবেশের পর ভিসা পেতে পারেন তাদের প্রাক-কোভিড-১৯ পদ্ধতি অনুসরণ করে কাউন্টিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।
তবে, ওমান ভ্রমণের সময় পিসিআর সনদ এবং ভ্যাকসিনের প্রমাণ উপস্থাপন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ১৮ বছরের কম বয়সীদের।
মতামত দিন