মঙ্গলবার প্রভোস্ট কমিটির সভায় বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে সার্বিক সিদ্ধান্ত নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান
আগামী মঙ্গলবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
সোমবার (২৩ আগস্ট) বাংলা ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বাংলা ট্রিবিউনের সাথে আলাপকালে ঢাবি উপাচার্য বলেন, “মঙ্গলবার প্রভোস্ট কমিটির সভায় বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে সার্বিক সিদ্ধান্ত নেওয়া হবে। হলগুলোর প্রভোস্টদের সঙ্গে আলোচনা করতে হবে। হলগুলোর সার্বিক অবস্থা কি তা জানতে হবে। সে আলোকে বিশ্ববিদ্যালয় খোলার চিন্তা করা হবে।”
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হলে ওঠানোর ব্যাপারে প্রক্রিয়া কি হবে এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, “আগামীকাল মিটিংয়ে এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
মতামত দিন