‘সরকারকে ফাঁকি দিয়ে জাল রাজস্ব স্ট্যাম্প লাগিয়ে বিড়ি বিক্রি করছিল তারা’
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বিপুল পরিমাণে বিড়ির জাল প্যাকেটসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (২৩ আগস্ট) উপজেলার ইছাপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- কুষ্টিয়ার বটতৈল এলাকার ফরিদ মোল্লা (৩০) এবং একই এলাকার মুরাদ আলী শেখ (৩১)। এ সময় তাদের কাছ থেকে পাখি স্পেশাল বিড়ির ৩২,২৬৫টি প্যাকেট উদ্ধার করা হয়।
এ প্রসঙ্গে র্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার এরশাদুর রহমান বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা সরকারকে ফাঁকি দিয়ে জাল রাজস্ব স্ট্যাম্প লাগিয়ে পাখি স্পেশাল বিড়ি বিক্রি করে আসছিলো। উদ্ধারকৃত বিড়ির মূল্য ৫,৮০,৭৭০ টাকা।"
এ ব্যাপারে কালিহাতি থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
মতামত দিন