প্রায় এক মাস ধরে অসুস্থ উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক
প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়েছে। এর আগে শনিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী বিমানবন্দর থেকে তাকে নিয়ে উড্ডয়ন করে এয়ার অ্যাম্বুলেন্স।
বিমানবন্দরে উপস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মার্কেটিং বিভাগের শিক্ষক শাহ আজম শান্তনু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
প্রায় এক মাস ধরে অসুস্থ উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। করোনাভাইরাস সংক্রমণ এড়াতে এত দিন বাসায় রেখেই তার চিকিৎসা চলছিল।
হাসান আজিজুল হক ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি তৎকালীন অবিভক্ত বাংলার বর্ধমান জেলার যবগ্রামে জন্মগ্রহণ করেন। জীবনের অধিকাংশ সময় তিনি রাজশাহীতে কাটিয়েছেন।
১৯৭৩ সালে তিনি রাবির দর্শন বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। এ বিশ্ববিদ্যালয়ে ২০০৪ সাল পর্যন্ত একনাগাড়ে ৩১ বছর অধ্যাপনা করেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের পূর্ব পাশে নগরের চৌদ্দপায় এলাকার আবাসিক এলাকা ‘‘বিহাস’’-এর নিজ বাসা ‘‘উজান’’-এ বসবাস করছেন।
মতামত দিন