সাড়ে ছয় ফুট লম্বা ডলফিনটির ওজন প্রায় ৬০ কেজি
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বাগাচর এলাকায় একটি সংরক্ষিত উপকূলীয় বনে সাড়ে ছয় ফুট লম্বা একটি মৃত ডলফিন ভেসে এসেছে। ডলফিনটির ওজন প্রায় ৬০ কেজি।
শুক্রবার (২০ আগস্ট) সকাল ৯টার দিকে বন বিভাগের কর্মকর্তারা মৃত ডলফিনটিকে দেখতে পান।
জানা যায়, বন বিভাগের কর্মীরা সকালে এলাকায় বনায়নের কাজ করার সময় তারা দুর্গন্ধ পায়। পরে তারা কেওড়া বনের একটি গাছের পাশে একটি মৃত ডলফিন পড়ে থাকতে দেখেন। পরবর্তীতে তারা মৃত ডলফিনকে কবর দিয়ে দেন।
মৃত ডলফিনটি গঙ্গা নদী থেকে ভেসে এসেছে বলে ধারণা করা হচ্ছে। ডলফিনটির মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। সাধারণত মাছ খেয়ে এই প্রজাতির ডলফিন বেঁচে থাকে।
চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের বাগাচর বিট অফিসের কর্মকর্তা এইচ এম জলিলুর রহমান বলেন, “ধারণা করা হচ্ছে জেলেদের মাছ ধরার জালে ধরা পড়ে ডলফিনটি মারা গেছে। বয়সের কারণে অনেক ডলফিন প্রায়ই মারা গিয়ে থাকে। তাছাড়া, অনেক মৃত ডলফিন জোয়ারের কারণে তীরে আসে।”
মতামত দিন