একই অবস্থা বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটেরও
পদ্মা নদীর তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ছুটির দিনেও পাঁচ শতাধিক পণ্যবাহী গাড়ী আটকে আছে দৌলতদিয়া ঘাট এলাকায়। একই অবস্থা বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটেরও।
শুক্রবার (২০ আগস্ট) সকালে দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের অন্তত তিন কিলোমিটারজুড়ে অপচনশীল পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি দেখা গেছে। এর মধ্যে রয়েছে কিছু যাত্রীবাহী যানবাহনও।
সরেজমিন দেখা যায়, ঘাট এলাকার যানজটমুক্ত রাখতে ঘাট থেকে ১৪ কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড়ের রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কয়েক কিলোমিটার সড়কে ৩০০ পণ্যবাহী ট্রাক সিরিয়ালে আটকে রয়েছে। তবে যাত্রীবাহী বাস ও পচনশীল কাঁচামালবোঝাই ট্রাকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পার হতে দেখা যায়।
এদিকে দুই থেকে তিনদিন পর্যন্ত অপেক্ষা করায় ভোগান্তির পাশাপাশি বেড়ে যাচ্ছে চালকদের পরিবহন খরচ। এতে ব্যবসায়ীদের গুনতে হচ্ছে লোকসান।
পণ্যবাহী ট্রাক চালক হালিম সরদার, মারুফ হোসেনসহ কয়েকজন জানান, তারা দুইদিন গোয়ালন্দ মোড়ের সড়কে আটকে থাকার পর দৌলতদিয়ায় এসেছেন। তাদের মতো শত শত ট্রাকচালককে ভোগান্তি পোহাতে হচ্ছে।
এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক শিহাব উদ্দিন জানান, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট-বড় ১৮টি ফেরি চলাচল করছে। স্রোতে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় অতিরিক্ত চাপে উভয় ঘাটে যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়েছে।
মতামত দিন