সকালে বৃদ্ধাশ্রমের পুকুরে তার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার একটি বৃদ্ধাশ্রমের পুকুর থেকে ভানু বেগম (৫০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এদিকে, এ ঘটনার পর থেকে ওই বৃদ্ধাশ্রমের নৈশপ্রহরী আফাজ উদ্দিন পলাতক রয়েছেন। কয়েক মাস আগে ওই নারী আফাজ উদ্দিনের ‘স্ত্রী’ পরিচয়ে সেখানে ওঠেন।
শুক্রবার (২০ আগস্ট) সকালে উপজেলার আটিয়া ইউনিয়নের আটিয়া গ্রামের বৃদ্ধাশ্রম থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার এলাসিন গ্রামের আফাজ উদ্দিন আটিয়া বৃদ্ধাশ্রমে নৈশপ্রহরীর চাকরি নেন। বৃদ্ধাশ্রমের ভেতরের একটি কক্ষেই থাকতেন তিনি। এর একমাস পর থেকে ভানু বেগম আফাজ উদ্দিনের স্ত্রী পরিচয়ে সেখানে থাকতে শুরু করেন। এর কয়েক মাস আগে ভানু বেগমের প্রথমপক্ষের স্বামী মারা যান।
শুক্রবার সকালে বৃদ্ধাশ্রমের পুকুরে ভানু বেগমের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।
স্থানীয়দের বরাতে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, সম্প্রতি আফাজ উদ্দিন বানু বেগমকে বিয়ে করেন। শুক্রবার পুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করে। ঘটনার পর আফাজ উদ্দিন পলাতক রয়েছে। নিহতের লাশ ময়নান্তদের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
এ ঘটনায় ভানু বেগমের ছেলের কাছ থেকে একটি অভিযোগ নেওয়া হয়েছে।
মতামত দিন