২৬ কেজি ওজনের গরুটি গত কয়েক দিন ধরে অসুস্থ ছিল
বিশ্বের ছোট আকৃতির গরু ‘‘রানি’’ মারা গেছে। গ্যাস জমে সাভারের চারিগ্রামে শিকর এগ্রো ফার্মের এ ক্ষুদ্র গরুটির পেট ফুটো হয়ে গিয়েছিল।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে ঢাকার সাভার উপজেলা পশু সম্পদ কর্মকর্তার কার্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় পশুটির মৃত্যু হয়।
এদিন বেলা পৌনে ১১টায় আশঙ্কাজনক অবস্থায় রানিকে সাভার উপজেলার পশু সম্পদ কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা দেড় ঘণ্টা চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি। সোয়া ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রানির মৃত্যু হয়।
দেশ-বিদেশের গণমাধ্যমে আলোচিত ও গিনেজ বুকে নাম লেখানোর অপেক্ষায় থাকা ২০ ইঞ্চি উচ্চতার ও ২৬ কেজি ওজনের এই খর্বকায় গরুটি গত কয়েক দিন ধরে অসুস্থ ছিল।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাজেদুল ইসলাম জানান, রানিকে খুবই অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। আমরা আপ্রাণ চেষ্টা করেও বাঁচাতে পারিনি।
গত কোরবানির ঈদে এ গরুটির দাম উঠেছিল ৫ লাখ টাকা।
মতামত দিন