অনিবন্ধিত স্পিডবোট ও চালকদের ওপর নিষেধাজ্ঞা জারির পর গত আড়াই মাস যাবত এই রুটে স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে
দীর্ঘদিন বন্ধ থাকার পর নিবন্ধন কার্যক্রমের মধ্য দিয়ে মুন্সিগঞ্জের শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে আবারও শুরু হতে যাচ্ছে স্পিডবোট চলাচল।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) মুন্সিগঞ্জের শিমুলিয়া নদী বন্দর মাঠে প্রশিক্ষণ ও পরীক্ষা শেষে ১৩৪ জন চালকের মধ্যে নিবন্ধন সনদ তুলে দেন নৌ-পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডোর আবু জাফর মো. জালাল উদ্দিন।
এর আগে অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও শিপ সার্ভেয়ার মো. মঞ্জুরুল কবিরের তত্ত্বাবধানে বাংলাবাজার ও শিমুলিয়া ঘাটের স্পিডবোট চালকরা কর্মশালায় অংশ নিয়ে পরীক্ষা দেন চালকেরা।
আরও পড়ুন- পদ্মায় স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষ, নিহত ২৬
মহাপরিচালক জানান, নৌ-পরিবহন অধিদপ্তরের উদ্যোগে চালকদের প্রশিক্ষণ, পরীক্ষা গ্রহণ শেষে উত্তীর্ণদের মাঝে নিবন্ধন সনদ দেওয়া হয়েছে। আগামী সাত দিনের মধ্যে সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হবে। এরপর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ) থেকে রুট পারমিটের মাধ্যমে বোট বৈধভাবে চলাচলের অনুমতি পাবে।
তিনি আরও জানান, বোট চালাতে হলে অভ্যন্তরীণ নৌ অধ্যাদেশ আইন অনুযায়ী নিবন্ধন থাকতে হবে।
উল্লেখ্য, গত ৩ মে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে একটি স্পিডবোট ৩১ জন যাত্রী নিয়ে মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাটের উদ্দেশ্য রওনা হয়। স্পিডবোটটি পুরোনো কাঁঠালবাড়ি ঘাট এলাকায় পৌঁছালে নোঙর করে রাখা বালুবোঝাই বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে স্পিডবোটে থাকা ২৬ জন যাত্রী নিহত হয়।
আরও পড়ুন- ‘মাদকাসক্ত ছিলেন সেই স্পিডবোট চালক’
এ ঘটনার পর শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে অনিবন্ধিত স্পিডবোট ও চালকদের ওপর নিষেধাজ্ঞা জারি করে বিআইডব্লিউটিএ। এরপর থেকে গত আড়াইমাস যাবত এই রুটে স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে।
মতামত দিন