করোনাভাইরাস মহামারিতে দীর্ঘদিন ঘরবন্দি থাকার পর এ উৎসব ঘিরে নদীর দুই পাড়ে গ্রাম্যমেলা বসে
ফরিদপুরের সদরপুরের চৈতের কোল নদীতে ছোট-বড় ১০টি নৌকা অংশগ্রহণে প্রায় দেড়শ বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পানির অভাবে প্রতিযোগীদের নৌকা চালাতে বেগ পেতে হলেও করোনাভাইরাস মহামারিতে দীর্ঘদিন ঘরবন্দি থাকার পর এ উৎসব ঘিরে নদীর দুই পাড়ে গ্রাম্য মেলা বসে।
বুধবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের চৈতের কোল নদীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় আয়োজক কমিটির প্রধান আহ্বায়কের দ্বায়িত্বে ছিলেন স্থানীয় চরবিষ্ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।
চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন, "প্রায় দেড়শ বছর ধরে এ নদীতে ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়ে আসছে। এ বাইচকে কেন্দ্র করে নদীর পাড়ে প্রায় ১৫ হাজার লোকের সমাগম হয়। সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের প্রতিযোগিতার বিকল্প নেই।"
এ সময় চরবিষ্ণপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার হুমায়ুন কবির, স্থানীয় সমাজসেবক আবুল কালাম আজাদ ও শাহিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
নৌকা বাইচ প্রতিযোগিতায় বিজয়ী দলকে পুরস্কার হিসেবে ২৪ ইঞ্চি রঙ্গিন টিভি দেয়া হয়। দ্বিতীয় স্থান অধিকার করা দল পায় ২০ ইঞ্চি টিভি।
মতামত দিন