তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
দেশের অন্যতম প্রবীণ সাংবাদিক, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য, দৈনিক অর্থনীতি পত্রিকার সম্পাদক জাহিদুজ্জামান ফারুক মারা গেছেন। ক্যান্সারে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (১৯ আগস্ট) নিজ বাসায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭২ বছর।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বাদ আসর জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে জাহিদুজ্জামান ফারুকের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার মরদেহে শ্রদ্ধা জানানো হয়। নিকুঞ্জে বাদ এশা জানাজা শেষে তারদাফন সম্পন্ন হবে।
জাহিদুজ্জামান ফারুক অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামেরও (ইআরএফ) সদস্য ছিলেন।
মতামত দিন