'পাকিস্তান হেরে যাবার পরেও গোলাম আজম পূর্ব পাকিস্তান পূনরুদ্ধারের নামে একটি কমিটি করেছিলেন'
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, “এই আগস্ট মাসেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। যখনgd আগস্ট মাস আসে তখনি আমরা আতঙ্কিত থাকি আবার যদি কেউ ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করে।”
বৃহস্পতিবার (১৯ আগস্ট) পিরোজপুরের নাজিরপুর উপজেলা সদরে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, “বঙ্গবন্ধুকে হত্যার পর এদেশের স্বাধীনতাবিরোধীদের আবার নিয়ে আসা হয়েছিল। পাকিস্তান হেরে যাবার পরেও গোলাম আজম পূর্ব পাকিস্তান পূনরুদ্ধারের নামে একটি কমিটি করেছিলেন। মতিউর রহমান নিজামী, খান এ সবুর, শাহ আজিজ, মশিউর রহমান যাদু মিয়াসহ আরও অনেককে বাংলাদেশে প্রতিষ্ঠিত করা হয়েছিল। এই পিরোজপুরেই দেলোয়ার হোসেন সাঈদী সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল। আগস্ট মাসটা আমাদের কাছে খুব বেদনাবিধুর মাস।”
মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, “আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, আমরা অনুন্নত অবস্থায় থাকবো না। এই ব্রত নিয়েই কিন্তু বঙ্গবন্ধু তার সারাজীবনের আন্দোলন সংগ্রাম করেছেন। এই স্বপ্ন নিয়ে শিক্ষা জীবন শুরু করেছিলেন। বঙ্গবন্ধু যখন গোপালগঞ্জ মিশনারী স্কুলের ৭ম শ্রেণির ছাত্র। তখন মুখ্যমন্ত্রী স্কুল পরিদর্শনে এসেছিলেন। স্কুলের টিনের চাল ফুটো হয়ে পানি পড়ত। সেসময় সবার সামনে গিয়ে তিনি মুখ্যমন্ত্রীকে বলেছিলেন আমাদের স্কুলের ভাঙ্গা অবস্থা কেন? ঠিক করে দিতে হবে। তখন পুলিশ প্রশাসনের লোকরা বিষয়টি অন্য ভাবে দেখলেও সেদিন সেখানে যারা নেতৃস্থানীয় ছিলেন তারা বলেছিলেন এই ছেলে একদিন অনেক বড় হবে। তার ধারাবাহিকতায় তিনি ফরিদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হন। বঙ্গবন্ধু কোলকাতা ইসলামিয়া কলেজের জি এস নির্বাচিত হয়েছিলেন। ভাষা আন্দোলনের প্রেক্ষাপট যখন রচিত হয় তখন বঙ্গবন্ধু কারাগারে।”
মন্ত্রী এ সময় তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সবার কাছে দোয়া চেয়ে বলেন, “শেখ হাসিনা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে, বাংলাদেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকব।”
মতামত দিন