সকাল সাড়ে ১০টার দিকে নদী পারের জন্য প্রায় ৬ শতাধিক পণ্যবাহী ট্রাককে অপেক্ষা করতে দেখা যায়
পদ্মায় তীব্র স্রোতের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে নদী পার হতে স্বাভাবিক সময়ের থেকে দ্বিগুণ সময় লাগছে, ফলে ফেরির ট্রিপ সংখ্যাও কমে যাচ্ছে। পাশাপাশি বাংলাবাজার-শিমুলিয়া ঘাটে ফেরি চলাচল সীমিত করায় এই রুটে অতিরিক্ত গাড়ির চাপ পড়েছে। এতে নদী পার হতে দৌলতদিয়া প্রান্তে অপেক্ষা করছে সহস্রাধিক যানবাহন।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সরেজমিনে দেখা যায়, নদী পারের জন্য দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীর দিকে প্রায় ৬ কিলোমিটার আলাদিপুর জুট মিল পর্যন্ত অপেক্ষা করছে প্রায় ৬ শতাধিক পণ্যবাহী ট্রাক। দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর ফেরি ঘাট থেকে ঢাকা-খুলনা মহাসড়কে নদী পারের জন্য আরও অপেক্ষা করছে প্রায় তিন শতাধিক যানবাহন। এর মধ্যে ৫০টির মতো দূরপাল্লার যাত্রীবাহী বাস রয়েছে।
চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা পণ্যবাহী ট্রাক চালক আসলাম শেখ বলেন, এখানে তিন দিন আটকে আছি। এখনো ফেরির দেখা পেলাম না। আমার সামনে প্রায় তিন শতাধিক ট্রাক রয়েছে। কবে নাগাদ ফেরির দেখা পাব বুঝতে পারছি না। খোলা সড়কে রাত কাটাতে নানা ধরনের বিড়ম্বনার সম্মুখীন হতে হচ্ছে। খাবার, পানি ও টয়লেটের জন্য বেশি সমস্যায় পড়ছি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, “বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। পদ্মা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীতে তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফলে নদী পারের জন্য ট্রাকগুলোকে দীর্ঘসময় অপেক্ষা করতে হচ্ছে। পণ্যবাহী ট্রাক পারাপারে বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট বড় ১৮টি ফেরি চলাচল করছে।”
অন্যদিকে, মুন্সিগঞ্জে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে পদ্মা নদীতে তীব্র স্রোতে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিসি। ফলে আটকে রয়েছে পণ্যবাহী পরিবহনসহ শতাধিক যানবাহন।
শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সাফায়াত আহমেদ জানান, বুধবার দুপুর থেকে নদীতে পানি বৃদ্ধি ও তীব্র স্রোতে থাকায় ফেরি চলাচল বন্ধ। নদীর স্রোতে ও পানি না কমা পর্যন্ত সকল প্রকার ফেরি চলাচল বন্ধ থাকবে। ঘাটগুলোতে আসা সকল ধরণের পরিবহন অন্য রুট দিয়ে যেতে বলা হচ্ছে। তবে এখনও পারপারের অপেক্ষায় পণ্যবাহী পরিবহনসহ শতাধিক পরিবহন ঘাটে অপেক্ষায় আছে।
মতামত দিন