বাবুনগরী দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও হাটহাজারী মাদরাসার শাইখুল হাদিস হাফেজ মাওলানা জুনাইদ বাবুনগরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ তথ্য নিশ্চিত করেছেন হেফাজতের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী এবং তার নাতি বরকতুল্লাহ বাবুনগরী।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে আজ বেলা ১১ টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়।
হেফাজতের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী বলেন, বৃহস্পতিবার দুপুর পৌনে একটার দিকে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
এদিকে মাওলানা জুনাইদ বাবুনগরীর জানাজা নামাজ আজ সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন হেফাজতে ইসলামের চট্টগ্রাম মহানগরের প্রচার সম্পাদক আ ন ম আহমদ উল্ল্যাহ।
তিনি বলেন, হুজুরের প্রথম জানাজার নামাজের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবার ও স্থানীয় হেফাজত নেতাদের সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্ত নিয়েছি আমরা। এখন তার লাশ ফটিকছড়ি থানার বাবুনগর গ্রামে স্বজনদের দেখানোর জন্য পাঠানো হয়েছে।
এ বিষয়ে হাটহাজারী মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক আশরাফ আলী নিজামপুরী বলেন, হাটহাজারী মাদরাসার মাঠে হুজুরের জানাজা নামাজ হবে। হেফাজতের সাবেক আমির শাহ আহমদ শফীর পাশে তাকে দাফন করা হবে।
হাটহাজারী মাদরাসা সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার পর থেকে বাবুনগরীর শারীরিক অবস্থার অবনতি ঘটতে শুরু করে। আজ বেলা ১১ টার দিকে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে তাকে হাসপাতালে নেওয়া হয়। এর আগেও তিনি কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। ৬৭ বছর বয়সী আল্লামা বাবুনগরী দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
এর আগে গত ৮ আগস্ট দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় গাড়িতে বসে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নেন জুনায়েদ বাবুনগরী। তারপর ১০ আগস্ট দুপুরে তার চোখের একটি অপারেশনও করা হয়।
মতামত দিন