নরসিংদীতে এক গৃহবধূকে মাইক্রোবাসের ভেতরে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ
নরসিংদীতে এক গৃহবধূকে মাইক্রোবাসের ভেতরে গণধর্ষণের ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ আগস্ট) দুপুরে ওই গৃহবধূ নরসিংদী মডেল থানায় তিন যুবকের নামে মামলা দায়ের করেন। এরপর নরসিংদী শহরের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া এলাকার মিজান মিয়া (২০), পলাশের ধনাইরচর এলাকার সোহেল মিয়া (২৪) ও নরসিংদী শহরের বাসাইল এলাকার সাইফুল ইসলাম (২৪)।
মামলার বিবরণে জানা গেছে, কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া এলাকার মিজান মিয়ার সঙ্গে ওই গৃহবধূর মুঠোফোনে পরিচয়ের সুত্র ধরে একাধিকবার কথা হয়। এরই ধারাবাহিকতায় অভিযুক্ত মিজান তার মায়ের সঙ্গে দেখা করানোর কথা বলে ওই গৃহবধূকে মঙ্গলবার সন্ধ্যায় শহরের ভেলানগর এলাকায় ডেকে আনেন। ওইদিন সন্ধ্যা আনুমাণিক সাড়ে ৭টার দিকে ওই গৃহবধূকে স্থানীয় বেলতলা এলাকায় নিয়ে একটি সাদা রঙের মাইক্রোবাসে ওঠান মিজান। এ সময় মাইক্রোবাসে আগে থেকেই অবস্থান করা তার দুই সহযোগী সাইফুল ও সোহেল ওই গৃহবধূকে ধর্ষণ করেন। পরে গাড়ি থেকে ওই গৃহবধূকে নামিয়ে দিয়ে অভিযুক্তরা পালিয়ে যান। রাতেই ওই গৃহবধূ নরসিংদী মডেল থানায় লিখিত অভিযোগ দেন।
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম জানান, ওই গৃহবধূর মামলায় গ্রেপ্তার তিন যুবককে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মতামত দিন