পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের সশরীরে উপস্থিতিতে পরীক্ষাগুলো নেওয়া হবে
করোনাভাইরাসের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির স্থগিত হওয়া এবং আটকে থাকা সব পরীক্ষা সেপ্টেম্বরের ১ তারিখ থেকে শুরু হবে। পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের সশরীরে উপস্থিতিতে পরীক্ষাগুলো নেওয়া হবে। পাশাপাশি অন্যান্য সব পরীক্ষাও শিগগিরই শুরু হবে।
বুধবার (১৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এএসএম মাকসুদ কামালের সঙ্গে ৭ কলেজের অধ্যক্ষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে রাতে ঢাকা কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকার এ তথ্য জানান।
তিনি বলেন, “ডিগ্রি পাস কোর্সের চলমান দুটি পরীক্ষা স্থগিত ছিল, এই পরীক্ষা ১ সেপ্টেম্বর শুরু হবে। এ ছাড়া অন্যান্য সব পরীক্ষা শিগগিরই শুরু হবে, সময়সূচী পর্যায়ক্রমে জানিয়ে দেওয়া হবে।”
তিনি জানান, ঢাবির একাডেমিক কাউন্সিলের পূর্বে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ৪ ঘণ্টার পরিবর্তে ২ ঘণ্টায় এসব পরীক্ষা নেওয়া হবে। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সরাসরি তত্ত্বাবধানে স্নাতকে ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে যারা তিন বিষয়ে অকৃতকার্য হয়েছিলেন, তাদেরকে শর্ত সাপেক্ষে পরবর্তী বর্ষে প্রমোশন দেয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে জানান তিনি।
মতামত দিন