এ মামলায় পরিকল্পিতভাবে নাশকতার চেষ্টা, পুলিশের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুর করে জানমালের ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে
রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। বিএনপির নবগঠিত ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্যসচিব আমিনুল হকসহ ১৫৫ নেতা-কর্মীর বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ আগস্ট) দিবাগত রাতে পুলিশের পক্ষ থেকে রাজধানীর শেরেবাংলা নগর থানায় এ মামলা হয়। বিএনপির ১৫৫ জন নেতা-কর্মীকে আসামি করে এ মামলায় পরিকল্পিতভাবে নাশকতার চেষ্টা, পুলিশের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুর করে জানমালের ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে।
প্রথম আলো এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত ওই ঘটনায় ৪৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ জানান, পুলিশের ওপর হামলা ও নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, মঙ্গলবার সকালে চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের কবর জিয়ারতকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের দাবি, অনুমতি ছাড়াই বর্তমান পরিস্থিতিতে কর্মসূচি রাখায় তাতে বাধা দেয় তারা। এসময় বিএনপি নেতা-কর্মীরা গাড়ি ভাঙচুর করলে লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় বলেও দাবি পুলিশের।
মতামত দিন