তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি
বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা-রাজৈর খালের ব্রিজ ভেঙে পড়ায় নৌযান চলাচল ব্যাহত হচ্ছে।
মঙ্গলবার (১৭ জুলাই) মধ্য রাতে ব্রিজটি ভেঙে খালে পড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
স্থানীয়রা জানায়, রায়েন্দা ও খোন্তাকাটা দুই ইউনিয়নের মানুষের চলাচলের জন্য নির্মিত ব্রিজটি বেশ কয়েক বছর ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল।
জানা যায়, গত বছর তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন দুইদিক বন্ধ করে দিয়ে জনগণকে ব্রিজটি ব্যবহার করতে নিষেধ করেন। এবং পুরনো ব্রিজের পাশেই আর একটি অস্থায়ী ব্রিজ নির্মাণ করেন। তবে এরপরেও সবাই পুরোনো ব্রিজটিই ব্যবহার করে আসছিল।
বর্তমানে অস্থায়ী ব্রিজটিও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। কাঠ ও লোহা দিয়ে নির্মিত ব্রিজটিতে কেউ উঠলেই এটি দুলতে থাকে। ফলে যেকোনো সময় এই ব্রিজটি ভেঙে পড়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
এ বিষয়ে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা খাতুন জান্নাত বলেন, “ব্রিজটি পুরোনো ছিল তাই ভেঙে পড়েছে। এ ব্যাপারে উপজেলা ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলেছি। এছাড়া খুব শীঘ্রই ভেঙে পড়া ব্রিজটি অপসারণ করে নতুন ব্রিজ নির্মাণের পদক্ষেপ নেওয়া হবে।”
মতামত দিন